Disable copy & paste

প্রাক প্রাথমিক থেকে এইচএসসি পর্যন্ত সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য আমাদের সেন্টারে কোচিং করার সুযোগ আছে । পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সেন্টারে ভর্তি হয়ে বাসায় বসে অনলাইনে ইংরেজিসহ ক্লাস করার সুযোগ আছে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের মোবাইল +8801711360475 নাম্বারে যোগাযোগ করুন।

Routine from 18-06-2025

 Sunday English Grammar

Monday English Grammar

Tuesday English NCTB

Wednesday Mathematics

Thursday Science

Packages – Avenue Educare

Packages – Avenue Educare

 

1)  Bronze – 1K

First Paper Reading

Spelling

Word Meaning

 

 

2)  Silver – 2K

Second Paper Definitive

 

3)  Gold - 4K

Second Paper Practical

Solve the non-government job question.

 

4)  Platinum – 6K

Search the goal question

Explanation of the goal question

University-level searching

 

5)  Diamond – 8K

Medical question with analysis

BUET question with analysis

International goal finding

Taking preparation for the international goal

 

 

Package- Avenue Educare -E01

 

Avenue Educare Routine & Tution E02

 

Avenue Educare Routine & Tution E02

 

এভিনিঊ এডুকেয়ার

ব্যাচ সিডিউল ও টিউশন নীতিমালা

1)     শনি সোম বুধ- হিসেবে মাসে সর্বনিম্ন ১২ দিন, সর্বোচ্ছ ৩০ দিন পড়ানো হবে ১ সাবজেক্ট

2)    রবি মঙ্গল বৃহস্পতি হিসেবে  - মাসে সর্বনিম্ন ১২ দিন, সর্বোচ্ছ ৩০ দিন পড়ানো হবে ১ সাবজেক্ট

3)    শিক্ষকগণ বিশেষ কোনো কাজে বাধ্য না হলে মাসের ৩০ দিনই পড়ানোর চেষ্টা করবেন ।

4)     যে সকল শিক্ষার্থী কমপক্ষে একদিন আগে আবেদনপত্র জমা দিয়ে সর্বনিম্ন ১৫ দিনের অগ্রিম ছুটি নিবে এবং ছুটিকালীন সময়ের পড়া পরবর্তীতে নিজ দ্বায়িত্বে বাসায় পড়ে নিবে তাদেরকে উক্ত বন্ধকালীন সময়ের বেতন দিতে হবে না । অগ্রিম আবেদনপত্র ছাড়া কোনো শিক্ষার্থী কোনো কারনে অনুপস্থিত থাকলে বেতন বন্ধ করা যাবে না।

5)    চলতি মাসের বেতন উক্ত মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতি ১ দিনের দেরির জন্য ১০০ পয়েন্ট মাইনাস হবে সফটওয়্যারে ।

6)    পরীক্ষার ফিস আলাদা দিতে হবে ।

7)    দুই ঈদে যতদিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ততদিন আমাদের ব্যাচ বা পড়ানো বন্ধ থাকবে । ঈদের ছুটি উপলক্ষে পরবর্তীতে রিভিউ ক্লাস হবে ।  যারা রিভিউ ক্লাস করবে না তারা ঈদের বন্ধের সময়ের বেতন দিতে হবে না ।

8)    যারা ভর্তি ফিস দিবে না বা কম দিবে, তারা ফলাফল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। এবং তারা পুরস্কারপ্রাপ্ত হলেও কোনো পুরস্কার দাবি করতে পারবে না ।

9)    আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে কমপক্ষে ১২ মাস পড়তে হবে এবং বেতন দেওয়া চালিয়ে যেতে হবে ।

10) ক্যারিয়ার পারপাস টাইপ কপি এফোর পেপারে জমা দিতে হবে ।

11)  প্রতি ১৫ দিন পরপর মাসে কমপক্ষে দুইবার অভিভাবক অফিসে দেখা করে বাচ্চার অগ্রগতি জানতে হবে

12) পেইজ, গ্রুপ, ব্লগ, চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুজে বের করা জানতে হবে ।  

13)সর্বোপরি প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে

    


 জীবনে ক্রমাগত উন্নয়নের ১১ কৌশল

এজাজ পারভেজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, 

  

জীবনে ক্রমাগত উন্নয়নের ১১ কৌশল

মহামনীষীরা বলেন, যদি গতকালের থেকে আজকের দিনটি উত্তম না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। এ কথা থেকে সুস্পষ্ট বোঝা যায় সফলতার জন্য ক্রমাগত উন্নতির গুরুত্ব। প্রাত্যহিক জীবনে সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই আত্মোন্নয়নে ক্রমাগত উন্নতি করা সম্ভব। লিখেছেন এজাজ পারভেজ


প্রতিদিন ৩০ মিনিট অনুশীলন


কোনো একটি বিষয় পরিপূর্ণভাবে আয়ত্ত করতে হলে নিয়মিত অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় ওই নির্দিষ্ট ক্ষেত্রে একজন মানুষকে সেরাদের সেরা বানিয়ে দেয়। অন্যদিকে দীর্ঘদিনের চর্চার অভাবে মরিচা ধরে অর্জিত গুণপনাতেও। প্রতিদিনের অনুশীলন এতই গুরুত্বপূর্ণ। তাই একটি রুটিন তৈরি করে ৩০ মিনিট সময় নির্দিষ্ট করুন। সে সময়ে প্রতিদিন চর্চা করুন সেই বিষয়টি, যেটিতে আপনি দক্ষ হতে চান। এখানেই কিন্তু শেষ কথা নয়, কোনো বিষয়ে দক্ষ হওয়ার পর সেই দক্ষতা ধরে রাখার জন্যও দরকার ধারাবাহিক অনুশীলন। তাই চর্চাটি থামাবেন না। The Great Bangladesh 


সপ্তাহভিত্তিক অনুশীলন


প্রতি সপ্তাহে একটি বিষয় বা কাজকে নির্দিষ্ট করুন, যে বিষয় বা কাজে এই এক সপ্তাহে অনুশীলনের মাধ্যমে একটি নির্দিষ্ট স্তরের দক্ষতা অর্জন করতে চান। ক্রমাগত একটি বিষয়ে উন্নতির ফলে বিভিন্ন বিষয়ে আপনার যে গড়মান তার উন্নতি হবে।


মনছবি অনুশীলন করুন


প্রতিদিন ৫ মিনিট মনছবি অনুশীলন করুন। মনছবি হলো, আপনি যে লক্ষ্য অর্জন করতে চান নিজেকে সে অবস্থানে কল্পনা করা।


সকালের শরীরচর্চা


বলা হয়ে থাকে, দিনের শুরু যদি ভালো হয় তবে দিনটিও ভালো কাটবে। সকালের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সারা দিনের সাফল্য। সকালে যদি হালকা শরীরচর্চা করা হয় এবং সুষম নাশতা করা হয় তাহলে তা সারা দিনের কাজের শক্তির উৎস হিসেবে কাজ করে। তাই প্রতিদিন সকালে দশ মিনিট শরীরচর্চা ও সুষম খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।


ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন


চূড়ান্ত সাফল্য হলো ছোট ছোট সাফল্যের সমষ্টি। তাই লক্ষ্য অর্জনের পথে যে ছোট ছোট সাফল্য অর্জিত হচ্ছে তা উদযাপন করুন। এই উদযাপন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।


উন্নয়নের খতিয়ান রাখা


প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডায়েরিতে লিখে রাখুন কোন কাজটি আজ আপনি ভালো করেছেন। সেটিতে আরও দক্ষ হয়ে উঠতে চেষ্টা করুন পরদিন।


আত্মশক্তির নিরাময় করুন


কিছু মানুষ ও পরিবেশ আছে, যা আমাদের অন্তর্গত শক্তিকে বৃদ্ধি করে, আমাদের মনোবল চাঙ্গা করে। আমরা তাদের উপস্থিতিতে ইতিবাচক হয়ে ওঠি, আশাবাদী হয়ে ওঠি, লক্ষ্য অর্জনে সচেষ্ট হই। এই মানুষ, পরিবেশ ও সময়কে চিহ্নিত করতে হবে। এ ধরনের প্রভাবকের সংস্পর্শে বেশি বেশি থাকতে হবে এবং এর বিপরীত ধরনের মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকতে হবে।


রুটিনে রাখুন ডিভাইসহীন সময়


অতিরিক্ত স্ত্রিন টাইম আমাদের শরীর, মন, চোখ, মেরুদণ্ড প্রভৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দিনের একটি সময় নির্দিষ্ট রাখুন যখন আপনি কোনো ডিভাইস ব্যবহার করবেন না। ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে থেকে সব ধরনের ডিভাইস ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তবেই নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা সম্ভব হবে।


২ মিনিট নীতি


অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো এখন না তখন এমন করে করা হয়েই ওঠে না। কোনো কাজ করতে যদি দুই মিনিটের কম সময় লাগে তাহলে দ্বিধা না করে এখনই করতে শুরু করুন।


সাহায্য করুন অন্যকে


মানুষ সামাজিক প্রাণী। সামষ্টিক সাফল্যের মাঝেই তার সাফল্য নিহিত। তাই সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে কাজ করুন। দিনে কমপক্ষে একজন সাহায্য করতে চেষ্টা করুন। এটি আপনার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেবে।     


সফলদের জীবনী পড়ুন


সফলতার পথ জানেন সফলরাই। তাদের জীবন ও কর্ম সফলতার রেসিপি। তাই তাদের জীবনী পড়–ন বেশি বেশি। সফলদের জীবনী পড়লে দেখা যাবে যে, তাদেরও জীবনে নানা প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু তারা তাতে ভেঙে পড়েননি। সংগ্রাম চালিয়ে গেছেন। তারা সফল হয়েছেন কারণ তারা কখনো হাল ছাড়েননি। সফলদের জীবনী পড়লে আপনি অনুপ্রাণিত হবেন।


সোর্স দেশ রুপান্তর

সদস্য সচিবের কাজ

 সদস্য সচিব সমিতির সম্পাদক হিসাবে কাজ করেন । সোসাইটিস রেগুলেশন অ্যাক্টের উদ্দেশ্যে, সেক্রেটারি সোসাইটির প্রধান সচিব হিসাবে বিবেচিত হবে।

একজন সদস্য সচিবের কাজ

 একজন সদস্য সচিব নির্বাহী দায়িত্ব পালন করে থাকেন। সভাপতির অনুমতিক্রমে সভা ডাকবেন। অথ্যাৎ তিনি একজন সাধারণ সম্পাদক/ পদাধিকার বলে সদস্য সচিব। আর্থিক হিসাব রাখবেন। সর্বোচ্চ 1000/5000 টাকা পর্যন্ত হাতে নগদ রাখতে পারবেন। সভাপতি ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালনা করতে পারবেন। সভা পরিচালনা করবেন। সংস্থার নির্বাহী দায়িত্ব পালন করবেন। সভাপতির পরেই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সদস্য সচিব।

Featured Post

Routine from 18-06-2025

 Sunday English Grammar Monday English Grammar Tuesday English NCTB Wednesday Mathematics Thursday Science